ধ্বনি ও বর্ণ mcq
১. বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক. ৪
● ৭
গ. ৯
ঘ. ৩০
২. কোন ধ্বনিগুলো উচ্চারণের সময়ে মুখগহ্বরের কোথাও বাধা পায় না?
● স্বরধ্বনি
খ. মৌলিক ধ্বনি
গ. ব্যঞ্জনধ্বনি
ঘ. মৌলিকধ্বনি
৩. ধ্বনির প্রতীককে বলা হয়—
ক. বাক্য
খ. ভাষা
● বর্ণ
ঘ. শব্দ
৪. ব্যঞ্জনের সঙ্গে কারবর্ণ বা হচিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়?
● [অ]
খ. [ক]
গ. [গ]
ঘ. [আ]
৫. ‘ফ’ যুক্তবর্ণটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি?
ক. ষ ও এ
খ. ঘ ও ণ
● ষ ও ণ
ঘ. ণ ও ষ
৬. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়-
● কারবর্ণ
খ. অনুবৰ্ণ
গ. রেফ
ঘ. ফলা
৭. ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম
ক. কারবর্ণ
● অনুবৰ্ণ
গ. রেফ
ঘ. ফলা
৮. নিচের কোন জোড়টি যুক্তবর্ণের রূপভেদকে প্রকাশ করে?
● স্বচ্ছ ও অস্বচ্ছ
খ. কার ও ফলা
গ. অস্বচ্ছ ও উন্মুক্ত
ঘ. স্বচ্ছ ও যুক্ত
৯. বাংলা কারবর্ণের সংখ্যা
● ১০
খ. ২১
গ. ২৪
ঘ. ৪২
১০. বাংলা সংখ্যাবর্ণ কয়টি?
● ১০
খ. ২১
গ. ২৪
ঘ. ৪২
১১. ভাষার ক্ষুদ্রতম একককে বলা হয়
● ধ্বনি
খ. শব্দ
গ. রূপ
ঘ. বাক্য
১২. বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি?
● ৩৭
খ. ৭১
গ. ২৪
ঘ. ৪২
১৩. বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি
● ৩০
খ. ৩১
গ. ২৪
ঘ. ৩২
১৪. মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালায় রয়েছে-
ক. অনুবর্ণ
খ. সংখ্যাবর্ণ
গ. যুক্তবর্ণ
● সবগুলোই সঠিক
১৫. কারবর্ণ যুক্ত হয় ব্যঞ্জনবর্ণের-
ক. আগে
খ. নিচে
গ. পরে
● আগে, পরে, নিচে বা উভয় দিকে
১৬. অনুবর্ণ কত প্রকার?
● ৩
খ. ১
গ. ৪
ঘ. ২
১৭. শীতের সময় চাই- ‘সঞ্চয়’ শব্দের যুক্তবর্ণ
● ঞ, চ
খ. এ, ছ
গ. চ, ঞ
ঘ. চ, ছ
১৮. নিচের কোনটি অস্বচ্ছ যুক্তবর্ণ?
ক. ল্ল
● ক্ম
গ. ল্প
ঘ. ক্ক
১৯. কোনগুলো স্বচ্ছ যুক্তবর্ণ?
ক. ক্র, ক্ট, ক্ষ
খ. ন্ট, ন্ট, ষ্ঠ
গ. ড্ড, স্ম, ত্র
● প্ট, জ্ঝ, শ্চ
২০. সংখ্যাবর্ণ নিচের কোনটি?
● ৫
খ. পাঁচ
গ. পঞ্চম
ঘ. ৫ই
২১. বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়?
● ২
খ. ১
গ. ৪
ঘ. ৫
২২. ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে?
ক. অক্ষর
খ. বর্ণমালা
● বর্ণ
ঘ. চিহ্ন
২৩. স্বরবর্ণের পূর্ণরূপ কয়টি?
ক. সাতটি
খ. দশটি
গ. নয়টি
● এগারটি
২৪. কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরের কোথাও না কোথাও বাধা পায়?
ক. কণ্ঠ্যধ্বনি
● ব্যঞ্জনধ্বনি
গ. ইংরেজি ধ্বনি
ঘ. স্বরধ্বনি
২৫. যেকোনো ভাষায় ব্যবহৃত বর্ণসমষ্টিকে সে ভাষার কী বলে?
ক. বর্ণ
● বর্ণমালা
গ. স্বরবর্ণ
ঘ. বর্ণমালা
২৬. বাংলা বর্ণমালায় মোট কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে?
বা, বাংলা বর্ণমালায় মোট কয়টি বর্ণ আছে?
ক. এগারোটি
খ. উনচল্লিশটি
গ. উনপঞ্চাশটি
● পঞ্চাশটি
২৭. বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কয়টি?
ক. ১০টি
খ. ১২টি
গ. ১৩টি
● ১১টি
২৮. বাংলা বর্ণমালায় স্বর বর্ণের সংখ্যা কতটি?
ক. ১০টি
খ. ১২টি
গ. ১৩টি
● ১১টি
২৯. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে-
● ৩২, ৮, ১০
খ. ৩২, ৭, ১১
গ. ৩০, ৮, ১২
ঘ. ৩৯, ৮, ১২
৩০. বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?
● ১০টি
খ. ১২টি
গ. ১৩টি
ঘ. ১১টি
৩১. বাংলা বর্ণমালায় মাত্রাধীন ব্যঞ্জনবর্ণ কয়টি?
ক. ১০টি
খ. ১২টি
গ. ১৩টি
● ৬টি
৩২. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি?
ক. বত্রিশটি
● আটটি
গ. দশটি
ঘ. ত্রিশটি
৩৩. স্বরবর্ণ সংক্ষিপ্তাকারে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কী বলে?
বা, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
● কারবর্ণ
খ. রেখা
গ. যুক্ত বর্ণ
ঘ. বর্ণমালা
৩৪. কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই?
ক. আ
● অ
গ. ক
ঘ. খ
৩৫. স্বরধ্বনির প্রতীককে বলে-
● স্বরবর্ণ
খ. দ্বিস্বর
গ. সম্বির
ঘ. সান্ধ্যক্ষর
৩৬. ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপকে কী বলা হয়?
ক. ফলাই
খ. ফলের
গ. ফল
● অনুবর্ণ
৩৭. বাংলা বর্ণমালায় ফলা কয়টি?
ক. আটটি
● ছয়টি
গ. নয়টি
ঘ. দশটি
৩৮. যেসব ব্যঞ্জনবর্ণে স্বরধ্বনি সংযুক্ত হয় না তাকে কী বলে?
ক. অল্পপ্রাণ ধ্বনি
● হসন্ত ধ্বনি
গ. যুক্ত বর্ণ
ঘ. বর্ণমালা
৩৯. কার বর্ণগুলোর কী ব্যবহার নেই?
● স্বতন্তত
খ. একাধিক
গ. দ্বৈত
ঘ. অধিক
৪০. কোনটি মৌলিক স্বরধ্বনি?
● ই
খ. অ
গ. হ
ঘ. চ
ধ্বনি ও বর্ণ- ৩৫টি MCQ (৮ম শ্রেণীর বই হতে)।
০=================================০
১. স্বরবর্ণের প্রাথমিক রূপ কাকে বলে?
ক) স্বরবর্ণের স্বাধীন ব্যবহারকে
খ) শব্দের আদিতে স্বরবর্ণের ব্যবহারকে
গ) সংক্ষিপ্ত আকারে স্বরবর্ণের ব্যবহারকে
ঘ) যুগ্ম-স্বরধ্বনির ব্যবহারকে
সঠিক উত্তর: (ক)
২. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক) কার
খ) ফলা
গ) স্বর
ঘ) মূল
সঠিক উত্তর: (ক)
৩. স্বরধ্বনির লিখিত রূপ বা প্রতীককে কী বলে?
ক) স্বরস্বর
খ) স্বরবর্ণ
গ) স্বরাগম
ঘ) স্বরলিপি
সঠিক উত্তর: (খ)
৪. ও, ঔ উচ্চারণস্থান অনুসারে বর্ণের নাম কী?
ক) দন্ত্য বর্ণ
খ) ওষ্ঠ্য বর্ণ
গ) কন্ঠ্যেষ্ঠ্য বর্ণ
ঘ) তালব্য বর্ণ
সঠিক উত্তর: (গ)
৫. নিচের যে শব্দে ‘এ’ এর বিকৃত উচ্চারণ হয়েছে –
ক) একটি
খ) কেটলি
গ) এক
ঘ) মেঘ
সঠিক উত্তর: (গ)
৬. ঞ + চ এর সমন্বয়ে গঠিত যুক্তবর্ণের শব্দ হলো –
ক) ব্যঞ্জন
খ) তৃষ্ণা
গ) অঞ্চল
ঘ) যজ্ঞ
সঠিক উত্তর: (গ)
৭. ‘শব্দের মধ্যে বা শেষে ব-ফলা যুক্ত হলে ব্যঞ্জনটির দ্বিত্ব উচ্চারণ হয়’ – এই সূত্রের আলোকে সঠিক উচ্চারণ হলো –
ক) বিশশাশ্
খ) পকক
গ) দনদো
ঘ) তিববত
সঠিক উত্তর: (ক)
৮. নিচের কোনটিতে শব্দের মাঝে স্বরবর্ণের পূর্ণরূপ রয়েছে?
ক) উকিল
খ) বাউল
গ) মৌসুমি
ঘ) পৃথিবী
সঠিক উত্তর: (খ)
৯. কোনগুলো কন্ঠ্য ধ্বনি?
ক) চ, ছ, জ, ঝ, ঞ
খ) ক, খ, গ, ঘ, ঙ
গ) ট, ঠ, ড, ঢ, ণ
ঘ) ত, থ, দ, ধ, ন
সঠিক উত্তর: (খ)
১০. ‘স্মরণ’ এর শুদ্ধ উচ্চারণ হবে –
ক) শঁরন্
খ) শোরন্
গ) শঁরোন্
ঘ) শোঁরোন
সঠিক উত্তর: (গ)
১১. যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি?
ক) ঔ
খ) ঋ
গ) ঈ
ঘ) অ
সঠিক উত্তর: (ক)
১২. মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক) ২টি
খ) ৫টি
গ) ৬টি
ঘ) ৭টি
সঠিক উত্তর: (ঘ)
১৩. যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণরূপে উচ্চারিত হয় এবং যাকে আশ্রয় করে অন্য ধ্বনির সৃজন হয় তাকে বলে –
ক) স্বরধ্বনি
খ) ব্যঞ্জনধ্বনি
গ) যৌগিক ধ্বনি
ঘ) মৌলিক ধ্বনি
সঠিক উত্তর: (ক)
১৪. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে –
ক) ৩৩, ৮, ১০
খ) ৩২, ৭, ১১
গ) ৩০, ৮, ১২
ঘ) ৩২, ৭, ৯
সঠিক উত্তর: (ক)
১৫. ‘পদ্ম’ এর শুদ্ধ উচ্চারণ হলো –
ক) পদদঁ
খ) পোদদো
গ) পদদোঁ
ঘ) পদদুঁ
সঠিক উত্তর: (গ)
১৬. ধ্বনি তৈরিতে সহায়তা করে কোনটি?
ক) স্বরতন্ত্রী
খ) গলনালি
গ) তালু
ঘ) বাগযন্ত্র
সঠিক উত্তর: (ঘ)
১৭. ‘ম’ অনুচ্চারিত থাকে কোন শব্দে –
ক) স্মার্ট
খ) স্মৃতি
গ) স্মিত
ঘ) স্মাইল
সঠিক উত্তর: (খ)
১৮. ‘শ্মশান’ এর শুদ্ধ উচ্চারণ কোনটি?
ক) শঁশান্
খ) শসান্
গ) শোশান্
ঘ) শোসান্
সঠিক উত্তর: (ক)
১৯. ‘দ্বিত’ এর শুদ্ধ উচ্চারণ কোনটি?
ক) দিততো
খ) দিততোঁ
গ) দিতত
ঘ) দিততঁ
সঠিক উত্তর: (ক)
২০. ‘অ, ই, উ, ঋ’ – কোন ধরনের স্বরধ্বনি?
ক) দীর্ঘ স্বরধ্বনি
খ) হ্রস্ব স্বরধ্বনি
গ) যৌগিক স্বরধ্বনি
ঘ) মৌলিক স্বরধ্বনি
সঠিক উত্তর: (খ)
২১. ‘মৃন্ময়’ এর সঠিক উচ্চারণ হবে –
ক) মৃনময়
খ) মৃনমোয়
গ) মৃনময়্
ঘ) মৃনমোয়্
সঠিক উত্তর: (ক)
২২. মৌলিক স্বরধ্বনি কোনটি?
ক) উ
খ) ঊ
গ) ঐ
ঘ) ঔ
সঠিক উত্তর: (ক)
২৩. ধ্বনি এককের জন্য প্রত্যেক ভাষায় যে প্রতীক চিহ্ন ব্যবহার করা হয় তাকে কী বলা হয়?
ক) বর্ণ
খ) শব্দ
গ) পদ
ঘ) ধ্বনি
সঠিক উত্তর: (ক)
২৪. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক) কার
খ) ফলা
গ) হলন্ত বর্ণ
ঘ) সংবৃত
সঠিক উত্তর: (খ)
২৫. ‘ঙ’ – এর উচ্চারণ স্থানের নাম কী?
ক) তালু
খ) ওষ্ঠ
গ) মূর্ধা
ঘ) কন্ঠ্য
সঠিক উত্তর: (ঘ)
২৬. ক খ গ ঘ ঙ – এর উচ্চারণ স্থান হলো –
ক) অগ্রতালু
খ) জিহ্বামূল
গ) পশ্চাৎ দন্তমূল
ঘ) অগ্র দন্তমূল
সঠিক উত্তর: (খ)
২৭. ‘প’ বর্গীয় ধ্বনিগুলোর উচ্চারণ স্থান অনুযায়ী নাম কী?
ক) কন্ঠ্য ধ্বনি
খ) তালব্য ধ্বনি
গ) মূর্ধন্য ধ্বনি
ঘ) ওষ্ঠ্য ধ্বনি
সঠিক উত্তর: (ঘ)
২৮. র-ফলা কোথায় যুক্ত হয়?
ক) বর্ণের উপরে
খ) বর্ণের নিচে
গ) বর্ণের পাশে
ঘ) বর্ণের আগে
সঠিক উত্তর: (খ)
২৯. ব্যঞ্জনধ্বনির লিখিত রূপ বা প্রতীককে কী বলে?
ক) ব্যঞ্জনস্বর
খ) ব্যঞ্জনরব
গ) ব্যঞ্জনবর্ণ
ঘ) স্বরবর্ণ
সঠিক উত্তর: (গ)
৩০. ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে?
ক) শব্দ
খ) বর্ণ
গ) বাক্য
ঘ) পদ
সঠিক উত্তর: (খ)
৩১. উচ্চারণ স্থান অনুযায়ী কোনগুলো তালব্য বর্ণ?
ক) ক, খ, গ
খ) চ, ছ, ঝ
গ) ট, ঠ, ড
ঘ) প, ফ, ব
সঠিক উত্তর: (খ)
৩২. গঠন বিচারে স্বরধ্বনিকে কয়ভাগে ভাগ করা যায়?
ক) দুইভাগে
খ) তিনভাগে
গ) চারভাগে
ঘ) পাঁচভাগে
সঠিক উত্তর: (ক)
৩৩. মানুষের মনের ভাব প্রকাশের জন্য বাক-প্রত্যঙ্গের সাহায্যে উচ্চারিত আওয়াজকে বলে –
ক) ভাষা
খ) ধ্বনি
গ) শব্দ
ঘ) বাক্য
সঠিক উত্তর: (খ)
৩৪. বাংলা বর্ণামালায় স্বরবর্ণের লিখিত রূপ কতটি?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
সঠিক উত্তর: (খ)
৩৫. বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কতটি?
ক) ১১টি
খ) ১৩টি
গ) ৩৯টি
ঘ) ৪৯টি
সঠিক উত্তর: (গ)
0 Comments